Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কমলনগরে শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

জুলাই ৩০, ২০২৪, ০৩:৩৯ পিএম


কমলনগরে শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের কমলনগরে মাসিক আইনশৃঙ্খলা ও জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ (৩০ জুলাই) সকাল ১১টাই উপজেলা “স্পন্দন” কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খালেদ সাইফুল্যাহ।

এসময় দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সচেতন থাকার বিষয়ে আলোচনা করেন বক্তারা। পরে আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের বিষয় বিভিন্ন আলোচনা করা হয়।

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামসুদ্দিন মো. রেজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা আক্তার সুমি, কমলনগর থানা ওসি তদন্ত আবদুল জলিল, উপজেলা কৃষি কর্মকর্তা শাহিন রানা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলর সফিক উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তরয সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, কমলনগর প্রেসক্লাব সভাপতি (ভারপ্রাপ্ত) মো. ফয়েজ মাহমুদ, সাধারণ সম্পাদক এআই তারেক, রিপোর্টাস ক্লাবের সভাপতি ইসমাইল হোসেন বিপ্লব, উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেন, চলমান পরিস্থিতিতে সবাইকে সজাগ থাকতে হবে যাতে কমলনগরে কোন অরাজকতা সৃষ্টি না হয়। ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসের যথাযথ মূল্যায়ন করে জাতীয় পতাকা উত্তোলন করতে সবাইকে আহ্বান জানান।

বিআরইউ

Link copied!