Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নীলফামারীতে আনসার ও ভিডিপি‍‍`র ‘বৃক্ষরোপন অভিযান’ শুরু

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী প্রতিনিধি

জুলাই ৩০, ২০২৪, ০৭:৩২ পিএম


নীলফামারীতে আনসার ও ভিডিপি‍‍`র ‘বৃক্ষরোপন অভিযান’ শুরু

সারাদেশের ন্যায় নীলফামারীতেও আনসার ও ভিডিপির জাতীয় বৃক্ষরোপন অভিযান-২০২‌৪ শুরু হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই ) জেলা আনসার ও ভিডিপি‍‍`র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় জেলা আনসার ও ভিডিপি কার্যালয় এবং সদর উপজেলার "আরাজি ইটাখোলা আনসার ও ভিডিপি ক্লাব "সমিতিতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা কমান্ড্যান্ট হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফি, নীলফামারী সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আয়নাল হক, সদর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. রকিবুল ইসলাম, সদর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা মুমতাহেনা মোস্তারী সহ আরো অনেকে।

সদর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. রকিবুল ইসলাম জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক নীলফামারীতে আনসার ও ভিডিপি‍‍`র উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। এসব চারা যাতে সুস্থ ও স্বাভাবিক ভাবে বেড়ে উঠে সে জন্য উপযুক্ত পরিচর্যা করা হবে। এছাড়া আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।

আরএস

Link copied!