Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান

মঠবাড়িয়া প্রতিনিধি

মঠবাড়িয়া প্রতিনিধি

জুলাই ৩১, ২০২৪, ০৩:২৬ পিএম


রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৬০০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ আর্থিক সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য মো. শামীম শাহনেওয়াজ প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

মঙ্গলবার বিকালে শহীদ মাখন লাল দাস মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. বাচ্চু আকন, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, তাহেরুনেসা নাসিমা, ওসি মো. রেজাউল করিম রাজিব, আ.লীগ সহ-সভাপতি ও সাবেক পৌর প্রশাসক মো. আরিফ উল হক, ইউপি চেয়ারম্যান মিরাজ মিয়া, সাংবাদিক মিজানুর রহমান মিজু।

আগামী ১৫ দিন ধরে চলবে প্রধানমন্ত্রীর এ মানবিক সহায়তা কার্যক্রম কর্মসূচি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারকে ১ বান্ডিল করে ঢেউ টিন এবং ৫ হাজার টাকার করে চেক প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রীর এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!