Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

চাঁপাইনবাবগঞ্জে দেড়শ জটিল রোগে আক্রান্ত ব্যক্তি পাচ্ছেন পৌনে এক কোটি টাকা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

জুলাই ৩১, ২০২৪, ০৪:০৯ পিএম


চাঁপাইনবাবগঞ্জে দেড়শ জটিল রোগে আক্রান্ত ব্যক্তি পাচ্ছেন পৌনে এক কোটি টাকা

চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫ উপজেলায় ১৫০ জন ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগীরা পাচ্ছেন ৫০ হাজার টাকার চিকিৎসা সহায়তা।

তাদের মধ্যে বুধবার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ২৯ জনকে ৫০ হাজার টাকা করে ১৪ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে এই চেকগুলো বিতরণ করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. রাকিবুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজ সেবা অফিসার ফিরোজ কবির।

চেক বিতরণ অনুষ্ঠানে জানানো হয়, ২০২৩-২৪ অর্থবছরে ৪র্থ কিস্তি ও অতিরিক্ত বরাদ্দসহ ৭৫ লক্ষ টাকার বরাদ্দ পাওয়া গেছে। এই বরাদ্দ থেকে জেলার ৫ উপজেলার ১৫০ জন এই জটিল রোগে আক্রান্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা কের দেয়া হচ্ছে। এর মধ্যে সদর উপজেলায় ২৪ জন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ২৯ জন, শিবগঞ্জ উপজেলায় ৫০ জন, গোমস্তাপুর উপজেলায় ২০ জন, নাচোল উপজেলায় ১৫ জন ও ভোলাহাট উপজেলার ১২ জন এই সহায়তা পাচ্ছেন।  আক্রান্তদের মধ্যে ৬৭ জন ক্যান্সার রোগী, ৩ জন কিডনি ও ৩জন লিভার সিরোসিস, ২৩ জন স্ট্রোকে প্যারালাইজড, ২৪ জন জন্মগত হৃদরোগী, ৩০ জন থ্যালাসেমিয়া রোগী রয়েছেন।  

ইএইচ

Link copied!