নোয়াখালী প্রতিনিধি
জুলাই ৩১, ২০২৪, ০৫:০৫ পিএম
নোয়াখালী প্রতিনিধি
জুলাই ৩১, ২০২৪, ০৫:০৫ পিএম
‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে জেলায় বৃক্ষরোপণ অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৪ উদ্বোধন করা হয়।
বুধবার সকালে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মজিজ চত্বরে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ কর্মসূচি এবং জেলা ঈদগাহ মাঠে সপ্তাহব্যাপী এ বৃক্ষমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
এ সময় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান। এতে ফলজ, বনজ ও ওষুধিসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদর্শনী করে। অতিথিরা স্টলগুলো পরিদর্শন করে।
এর আগে মেলা উপলক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি সড়ক প্রদক্ষিণ করে মেলা স্থলে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর যৌথভাবে এই মেলার আয়োজন করে।
উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুপের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন-সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
সহকারী বন সংরক্ষক কাজী তানিকুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন- জীব বৈচিত্র্য ও বন্য প্রাণি সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহিম খলিল।
এ সময় সার্বিক সহযোগিতা করেন সদর রেঞ্জ অফিসার কামরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জেলায় কর্মরত সাংবাদিকরা।
অনুষ্ঠানে সামাজিক বনায়নের ৩০ জন উপকারভোগীদের মাঝে ৩০ লক্ষ ৭০ হাজার ৬শত তেতাল্লিশ টাকার চেক এবং ৩০ জন উপকারভোগীদের মাঝে চুক্তিনামা বিতরণ করা হয়।
ইএইচ