Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

সুনামগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ প্রতিনিধি

জুলাই ৩১, ২০২৪, ০৫:০৯ পিএম


সুনামগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল করিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিক এমপি।

বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা মৎস্য কর্মকর্তা শামছুল করিম, সদর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, এক সময় সুনামগঞ্জের নদী ও হাওরে অনেক মাছ পাওয়া যেত। তবে বিভিন্ন অবৈধ জাল দিয়ে মাছ নিধনের কারণে হাওর ও নদীতে এখন দেশীয় মাছ তেমন একটা পাওয়া যায় না। বিভিন্ন প্রজাতির মাছ প্রায় বিলুপ্তির পথে। দেশীয় এসব সুস্বাদু মাছ এখন আর আগের মত পাওয়া যায় না। সুনামগঞ্জের নদী ও হাওরগুলোতে বেশি করে পোনামাছ অবমুক্ত করে আবারো মাছের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব।

ইএইচ

Link copied!