Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাউজানে সন্ত্রাস ও নাশকতামূলক প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

জুলাই ৩১, ২০২৪, ০৫:২৯ পিএম


রাউজানে সন্ত্রাস ও নাশকতামূলক প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের রাউজান উপজেলায় সন্ত্রাস ও নাশকতামূলক প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা পৌনে ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা।

প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদুয়ানুল ইসলাম, ওসি জাহিদ হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুমন ধর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ।

বক্তব্য দেন- মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা ইয়াসমিন রুজি, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, বিএম জসিম উদ্দিন হিরু, আবদুর রহমান চৌধুরী, ভূপেষ বড়ুয়া, বাবুল মিয়া, নিজাম উদ্দিন চৌধুরী , রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, সাংবাদিক জাহেদুল আলম।

এ সময় শিক্ষক, সাংবাদিক, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, পরিবহণ শ্রমিক নেতা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!