Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মাগুরা পৌরসভার বাজেট ঘোষণা

মাগুরা প্রতিনিধি

মাগুরা প্রতিনিধি

জুলাই ৩১, ২০২৪, ০৫:৩৭ পিএম


মাগুরা পৌরসভার বাজেট ঘোষণা

মাগুরা পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৮৩ কোটি ৬৬ লাখ ৭১ হাজার ৫৩৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার সকাল ১১টায় মাগুরা পৌরসভা চত্বরে পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল এ বাজেট ঘোষণা করেন।

পৌর মেয়রের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন– অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রোকুনুজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রানা আমীর ওসমান, মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসানের বাবা ও সাকিব আল হাসান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাশরুর রেজা কুটিল।

বাজেট ঘোষণায় বক্তব্য দেন পৌর প্যানেল মেয়র মকবুল হাসান মাকুল, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, নির্বাহী প্রকৌশলী মো. আহসান বারী প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন- মো. আসিফ-আল আছাদ (মেলিন) কাউন্সিলর ১ নং ওয়ার্ড মাগুরা পৌরসভা, মাগুরা আহ্বায়ক সদস্য-২ আওয়ামী যুবলীগ মাগুরা জেলা শাখা।

এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলরসহ সাংবাদিক ও স্থানীয় সুধীজন।

ইএইচ

Link copied!