Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

কিশোরগঞ্জে নানা আয়োজনে পালিত শহীদ ইয়াকুব আলী দিবস

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

জুলাই ৩১, ২০২৪, ০৫:৪৭ পিএম


কিশোরগঞ্জে নানা আয়োজনে পালিত শহীদ ইয়াকুব আলী দিবস

কিশোরগঞ্জে নানা আয়োজনে পালিত হয়েছে শহীদ ইয়াকুব আলী দিবস।

এ উপলক্ষ্যে বুধবার সকালে শোক র‍্যালি বের করেন শহীদ ইয়াকুব আলী স্মৃতি সংসদের সভাপতি নিহার রঞ্জন সেন এবং সাধারণ সম্পাদক মো. জিয়া উদ্দিনের নেতৃত্বে স্থানীয়রা।

পরে কিশোরগঞ্জ-করিমগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে বৌলাই বাজার সংলগ্ন এলাকায় শহীদ ইয়াকুব আলী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। শ্রদ্ধাজ্ঞাপনের পর শহীদ ইয়াকুব আলী স্মরণে মিলাদ মাহফিল শেষে মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শহীদ ইয়াকুব আলীর বড় ছেলে কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আওলাদ হোসেন এবং পরিবারের অন্যান্য সদস্যসহ স্থানীয়রা।

ইএইচ

Link copied!