Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

টাঙ্গাইলে ৯ দফার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল

রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল

জুলাই ৩১, ২০২৪, ০৬:১৮ পিএম


টাঙ্গাইলে ৯ দফার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

৯ দফা দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউজের সামনে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

শিক্ষার্থীরা পরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে গিয়ে মিছিল করে দুপুর দেড়টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে স্থান ত্যাগ করে।

শিক্ষার্থীদের এই কর্মসূচিকে কেন্দ্র করে টাঙ্গাইল শহরে বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্য বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় থাকতে দেখা যায়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী জানান, শিক্ষার্থীরা জেলা প্রশাসক কায়ছারুল ইসলামের বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। জেলা প্রশাসকের পক্ষে আমি স্মারকলিপিটি গ্রহণ করেছি।

ইএইচ

Link copied!