Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

আজান দিতে গিয়ে প্রাণ গেল মুয়াজ্জিনের

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

জুলাই ৩১, ২০২৪, ০৮:৪৫ পিএম


আজান দিতে গিয়ে প্রাণ গেল মুয়াজ্জিনের

ঝালকাঠির নলছিটিতে মসজিদে আযান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।

বুধবার বিকালে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারইকরন গ্রামের সাবেক চেয়ারম্যান সৈয়দ হোসেনের বাড়ির মসজিদে এ ঘটনা ঘটে।

নিহত আনছার আলী হাওলাদার (৫৮) ওই গ্রামের মৃত আব্দুল সত্তার হাওলাদারের ছেলে।

বারইকরন গ্রামের মাহমুদ আলী লিটন জানান, নিহত আনছার হাওলাদার তার বাড়িতে মসজিদে দীর্ঘদিন মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছেন। বিকালে আসরের  আজান দেয়ার সময় মাইক্রোফোন বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ইএইচ

Link copied!