Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

জামায়াত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের প্রতিবাদ সভা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

আগস্ট ১, ২০২৪, ০৩:৪০ পিএম


জামায়াত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের প্রতিবাদ সভা

সম্প্রতি ছাত্রদের কোটা আন্দোলনকে ঘিরে জামায়াত বিএনপির আগুন সন্ত্রাস, হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর আ.লীগের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা অডিটোরিয়াম ও মাল্টিপারপাস হলরুমে বাংলাদেশ আওয়ামী লীগ দৌলতপুর শাখার আয়োজনে জামায়াত বিএনপি’র আগুন সন্ত্রাস, হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ মো. রেজাউল হক চৌধুরীর সভাপতিত্বে দেশজুড়ে জামায়াত-বিএনপির হত্যা, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সভায় প্রধান বক্তা ছিলেন, দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বুলবুল আহমেদ টোকেন চৌধুরী।

সভায় বক্তব্য দেন, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম শেলি দেওয়ান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান লস্কর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা জান মোহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোফাজ্জেল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, মহিলা ভাইস চেয়ারম্যান ইকফাত আরা জলি কবিরাজ, সাবেক ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ লালু, সাবেক চেয়ারম্যান সৈয়দ আহমেদ, আদাবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুল বাকী, আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন, রিফাইতপুর ইউনিয়ন পরিষদের আব্দুল মান্নান রানা বিশ্বাস, দৌলতপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহুরুল আলম ও সাধারণ সম্পাদক রকিল ইসলাম রিংকুসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সভা পরিচালনা করেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফ উদ্দিন রিমন।

ইএইচ

Link copied!