Amar Sangbad
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪,

প্রতিবেশীর বাড়ি গিয়ে ধর্ষণের শিকার শারীরিক প্রতিবন্ধী কিশোরী

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

আগস্ট ১, ২০২৪, ০৬:২০ পিএম


প্রতিবেশীর বাড়ি গিয়ে ধর্ষণের শিকার শারীরিক প্রতিবন্ধী কিশোরী

প্রতিবেশী পূর্ণিমা রানীর ডাকে সারা দিয়ে তাদের বাড়িতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক শারীরিক প্রতিবন্ধী কিশোরী।

ঘটনাটি ঘটেছে (২৮ জুলাই) রোববার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ইদ্রাকপুর দাসপাড়া গ্রামে। এ ঘটনার পর থেকে বাড়ি ছেড়ে ঘা ঢাকা দিয়েছে অভিযুক্তরা।

এজাহার সূত্রে জানা যায়, প্রতিবেশী দেবু দাস ও তার স্ত্রী পূর্ণীমা রানীর পরিচিত হওয়ায় একে অপরের বাড়িতে প্রায় যাওয়া আসা করতো। ২৮ শে জুলাই সকালে পূর্ণিমা রানী  ওই শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে তাদের বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তাদের বাড়িতে নিয়ে গিয়ে তাকে অচেতন করে একটি কক্ষে আটকে রেখে ইদ্রাকপুর গ্রামের  সোবাহান আলীকে দিয়ে ধর্ষণ করান। পরে বিকালে ওই কিশোরী বাড়িতে যেয়ে তার মাকে ঘটনাটি বললে তারা স্থানীয় লোকজন নিয়ে গিয়ে বিষয়টি জানতে চাইলে পূর্ণিমা রানী ও তার স্বামী দেবু দাস তাদেরকে হুমকি ধামকি দিয়ে বের করে দেয়। এ ঘটনায় প্রতিবন্ধী কিশোরীর পিতা বাদী হয়ে বৃহস্পতিবার মহেশপুর থানায় ৩ জনের নাম উল্লেখ করে এজাহার দায়ের করেন।

এ ঘটনায় দাসপাড়া গ্রামের রবীন ঠাকুর, সূলীল দাসসহ অনেকে বলেন, পূর্ণিমা রানী এই গ্রামের বউ (পুত্রবধূ) সে নিজে খারাপ এটা এলাকার সবাই জানে। তাকে তার স্বামী দেবু দাস সাপোর্ট করে। কিন্তু প্রতিবন্ধী কিশোরীকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে জোর করে লোক দিয়ে খারাপ কাজ করাবে এটা আমরা মানবো না।

কিশোরীর পিতা সুকুমার বলেন, আমি আমার শারীরিক প্রতিবন্ধী মেয়ে নিয়ে আইনের আশ্রয় নিয়েছি। যারা আমার মেয়ের এ ক্ষতি করেছে আমি তাদের বিচার চাই।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান বলেন, ঘটনার সত্যতা এ ঘটনায় মহেশপুর থানায় একটি মাললা হয়েছে।  

ইএইচ

Link copied!