Amar Sangbad
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪,

দিনাজপুরে মৎস্য খাতে টেকসই উন্নয়নে তরুণদের ভাবনা শীর্ষক মতবিনিময়

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

আগস্ট ১, ২০২৪, ০৬:৪২ পিএম


দিনাজপুরে মৎস্য খাতে টেকসই উন্নয়নে তরুণদের ভাবনা শীর্ষক মতবিনিময়

দিনাজপুরে নিরাপদ প্রাণিজ আমিষের প্রধান উৎস হিসেবে মৎস্য খাতের টেকসই উন্নয়ন বিষয়ে তরুণদের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকালে জেলা মৎস্য দপ্তরের সম্মেলন কক্ষে জেলা ও সদর মৎস্য দপ্তর এ আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা আশরাফুজ্জামান।

এ সময় মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্যসহ সংশ্লিষ্ট বিষয়ের উপর ডকুমেন্টারি প্রেজেন্টেশন তুলে ধরেন জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক ড. মুহাম্মদ সালাহ্ উদ্দীন কবির।

উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসের সহকারী পরিচালক পূরবী রানী রায়, সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার।

এসময় বক্তারা, মৎস্য খাতের ভিশন ও মিশন তুলে ধরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মৎস্য খাতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তাদের ভাবনা নিয়ে উন্মুক্ত আলোচনা করেন।

ইএইচ

Link copied!