Amar Sangbad
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪,

ব্রাহ্মণপাড়ায় বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ১

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা প্রতিনিধি

আগস্ট ১, ২০২৪, ০৭:১৩ পিএম


ব্রাহ্মণপাড়ায় বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ১

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ বুধবার ভোর রাতে অভিযান চালিয়ে শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর (বাল্লক) গ্রাম থেকে বিপুল পরিমাণ স্কাফ সিরাপ ও ফেনসিডিল উদ্ধার করেছে।

অভিযানকালে পুলিশ মো. রাকিবুল ইসলাম (২২) নামে একজনকে গ্রেপ্তার করে। এ সময় সময় পুলিশ তার বসত ঘর থেকে ৩০০ বোতল স্কাফ সিরাপ ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

পুলিশ তাকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আতিক উল্লাহ বলেন, আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ইএইচ

Link copied!