Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কক্সবাজার পৌরসভার ৫৯৯ কোটি টাকার বাজেট ঘোষণা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার প্রতিনিধি

আগস্ট ১, ২০২৪, ০৭:৩৬ পিএম


কক্সবাজার পৌরসভার ৫৯৯ কোটি টাকার বাজেট ঘোষণা

কক্সবাজার পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৫৯৮ কোটি ৮৬ লাখ ৮৬ হাজার ১০১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার কক্সবাজার পৌরসভার সম্মেলন কক্ষে পৌর মেয়র মাহাবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম তারিকুল আলম।

ঘোষিত বাজেটে রাজস্ব আয় দেখানো হয়েছে ৪১ কোটি ৩২ লাখ ৯৮ হাজার টাকা। রাজস্ব ব্যয় ৪০ কোটি ৪৭ লাখ ৬৯ হাজার টাকা।

বাজেটে উন্নয়ন আয় দেখানো হয়েছে সর্বমোট ৫৫২ কোটি ৭৩ লাখ ৯৬ হাজার টাকা। এর মধ্যে সরকারি অনুদান ১ কোটি ২২ লাখ টাকা, রাজস্ব উদ্বৃত্ত হতে আয় ৪ কোটি টাকা ও প্রকল্প খাতে অনুদান ৫৪৭ কোটি ৫১ লাখ ৯৬ হাজার টাকা।

উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৫৪৯ কোটি ৭৩ লাখ ৯৬ হাজার টাকা। এর মধ্যে সরকারি অনুদান ১ কোটি ২২ লাখ টাকা, রাজস্ব উদ্বৃত্ত হতে ব্যয় ৪ কোটি টাকা ও প্রকল্প খাতে ব্যয় ৫৪৪ কোটি ৫১ লাখ ৯৬ হাজার টাকা। পানি সরবরাহ খাতে দেখানো হয়েছে আয় ৮০ লাখ ৬৫ হাজার টাকা। এ খাতে ব্যয় ৯১ লাখ ৮৫ হাজার টাকা। মূলধন আয় দেখানো হয়েছে ২ কোটি ২ লাখ ৩০ হাজার টাকা। মূলধন ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩২ লাখ ৫৫ হাজার টাকা।

প্রারম্ভিক স্থিতি দেখানো হয়েছে ১ কোটি ৯৬ লাখ ৯৭ হাজার ১০১ টাকা ৭১ পয়সা। সমাপনী স্থিতি দেখানো হয়েছে ৬ কোটি ৪০ লাখ ৮১ হাজার ১০১ টাকা ৭১ পয়সা।

এ বাজেট ঘোষণায় মেয়র মাহাবুবুর রহমান চৌধুরীর বলেন, আয়ের খাত রাজস্ব আদায়, সরকারি অনুদান, পানি সরবরাহ থেকে আয়, প্রকল্প খাতে অনুদান উল্লেখ করা হয়েছে। মোট বাজেটের ৫৪৭,৫১,৯৬,০০০ টাকা আসবে প্রকল্প খাতে অনুদান থেকে। সভায় বাজেট সংক্রান্ত প্রশ্নোত্তর ছাড়াও পাহাড়ের মাটি কাটা, ড্রেন ভরাট, ড্রেন দখল, পর্যটন এলাকাসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা বৃদ্ধি, রোহিঙ্গা ইস্যু, খেলার মাঠ, পানি সমস্যা, রাস্তা সংস্কারের দাবি জানানো হয়।  

বাজেট অনুষ্ঠানে বক্তব্য দেন- কক্সবাজার চেম্বারের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুর ইসলাম, হোটেল-মোটেল রেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাসেম সিকদার প্রমুখ।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-২ পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন,৮ নং ওয়ার্ডের কাউন্সিলর রাজ বিহারি, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ওমর ছিদ্দিক লালু,১১ নং ওয়ার্ডের কাউন্সিলর নুর মোহাম্মদ মাঝু,২ নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সাহাব উদ্দিন, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর এহসান উল্লাহ, ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শাহেনা আকতার পাখি, ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ইয়াছিন আকতার,পৌর নির্বাহী কর্মকর্তা রাছেল চৌধুরী, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. জয়নাল আবেদীন চৌধূরীসহ পৌরসভার কর্মকর্তা - কর্মচারী উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!