Amar Sangbad
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫,

বরিশালে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

আগস্ট ১, ২০২৪, ০৮:৫৫ পিএম


বরিশালে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

বরিশাল সিটি কর্পোরেশনের আয়োজনে বৃহস্পতিবার দুপুর ১২টায় নগর ভবনের সভাকক্ষে মহানগর পর্যায়ে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিসিসির মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)।

বিসিসির মেয়র ও মহানগর সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভাপতি আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেন, যাদের মধ্যে ন্যূনতম দেশ প্রেম আছে তারা কোন ভাবেই দেশের মেট্রোরেল, বিটিভিসহ সরকারি স্থাপনায় হামলা চালাতে পারে না। এরা দেশের শত্রু, জনগণের শত্রু।

মেয়র বলেন, দেশের জন্য প্রধানমন্ত্রী যা নির্মাণ করেছেন তা তিনি একার ভোগের জন্য করেননি। কিন্তু আমরা লক্ষ্য করলাম কোটা আন্দলের নামে একটি মহল দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ভেঙে দিচ্ছে, সরকারি ভবনে আগুন দিচ্ছে, যানবাহনে আগুন দিচ্ছে। এটা কারা করছে,কেন করছে? কোটা আন্দোলনের সাথে এই নাশকতার কি সম্পর্ক প্রশ্ন রাখেন তিনি।

তিনি বলেন, বরিশাল মহানগরের প্রতিটি ওয়ার্ডে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি গঠন করা হবে। জনসাধারণকে সচেতন করতে সন্ত্রাসবিরোধী লিফলেট বিতরণ করে তা নগরীর প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে।

নগরীর প্রতিটি মসজিদে নাশকতাকারীদের বিরুদ্ধে সচেতন হতে বয়ান করা হবে।

এছাড়া নগরীর প্রতিটি সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় পাহাড়ার ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠিত এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. সোহরাব হোসেন, বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুছ, বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গৈতম বাড়ৈ, বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেন, সচিব মাসুমা বেগম, র‌্যাব, পুলিশ, আনসার এর শীর্ষ কর্মকর্তাবৃন্দ, নগরীর সরকারি কলেজের অধ্যক্ষ, স্কুল কলেজ মাদ্রাসার প্রতিনিধিগণ, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, কাউন্সিলর এবং গণমাধ্যম কর্মীরা।

ইএইচ

Link copied!