Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে অনুদান বিতরণ ও বিদ্যালয় ভবন উদ্বোধন

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

আগস্ট ১, ২০২৪, ০৯:০১ পিএম


খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে অনুদান বিতরণ ও বিদ্যালয় ভবন উদ্বোধন

বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় অস্বচ্ছল পরিবারের মাঝে অনুদান, খাদ্যসামগ্রী বিতরণ ও জেলার মহালছড়ি শিশুমঞ্চ উচ্চ বিদ্যালয় ভবনের উদ্বোধন করেছেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।

বৃহস্পতিবার সকালের দিকে খাগড়াছড়ি রিজিয়নের অধীনস্থ মহালছড়ি জোনের অন্তর্গত মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ফলক উন্মোচন উদ্বোধন এবং সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব বিতরণ করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।

সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় ৫০টি অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, আত্মকর্মসংস্থানের জন্য ৫টি সেলাই মেশিন, বসতঘর নির্মাণের জন্য ১০টি পরিবারকে ঢেউটিন, ৫০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং ২টি ক্লাবের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, মহালছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইয়া, খাগড়াছড়ি রিজিয়নের (জিএসও-২ আই) মেজর জাবির সোবহান মিয়াদ, বিএম মেজর সাদাত রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নজরুল ইসলাম, মহালছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলম, বিদ্যালয়ের ভূমিদাতা বীর মুক্তিযোদ্ধা শাজাহান পাটোয়ারীসহ অন্যান্য সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বিদ্যালয় ভবন নির্মাণের জন্য নগদ ৩ লাখ টাকা প্রদান করেন। পরে বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি গাছের চারা রোপণ করেন।

ইএইচ

Link copied!