Amar Sangbad
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪,

কলাপাড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

আগস্ট ২, ২০২৪, ০৪:১৩ পিএম


কলাপাড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

পটুয়াখালীর কলাপাড়ায় গলায় ফাঁস দিয়ে সুমি আক্তার (১৯) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়ায় এ ঘটনাটি ঘটেছে।

ঘটনার পর পরই মৃতের স্বামী ইব্রাহীম (২৫) ও দেবর সাইদুলকে (২০) আটক করেছে পুলিশ।

এ বিষয়ে মৃতের বড় ভাই পলাশ হাওলাদার বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ৩ জনের নাম উল্লেখ করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।

মৃতের মামা মোজাম্মেল হোসেন বলেন, ঘটনার দিন রাতে মৃতের শাশুড়ি তাকে মোবাইল করে জানান সুমি স্ট্রোক করে অসুস্থ হয়ে পরেছে। পরে তার ভাগিনা পাঠিয়ে জানতে পারেন গলায় ফাঁস দিয়ে মৃত্যু হয়েছে।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলি আহম্মেদ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

ইএইচ

Link copied!