দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
আগস্ট ২, ২০২৪, ০৪:৫১ পিএম
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
আগস্ট ২, ২০২৪, ০৪:৫১ পিএম
পটুয়াখালীর দুমকিতে দুদিনের অবিরাম বর্ষণ ও উপচে পড়া জোয়ারের পানিতে বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। ফলে পানিবন্দি হয়ে পড়েছে নিম্নাঞ্চলের কয়েক শ’ পরিবারের মানুষ।
ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত হেক্টর জমির আমন বীজতলা।
মৌসুমী বায়ুর প্রভাব বৃহস্পতি ও শুক্রবার দু’দিনের টানা বর্ষণে উপজেলার লেবুখালী, পাঙ্গাশিয়া, মুরাদিয়া ও আংগাশিয়া ইউনিয়নের মাঠ-ঘাট ফসলি জমি তলিয়ে গেছে।
লেবুখালী ফেরীঘাটের পশ্চিমে পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা ভেরিবাঁধের ২-৩টি পয়েন্টে বেরিবাঁধ ভেঙে পায়রা নদীর জোয়ারের পানিতে দক্ষিণ পাঙ্গাশিয়ার রাজগঞ্জ, মধ্যপাঙ্গাশিয়া, বাশবুনিয়া, আঙ্গারিয়ার বাহেরচর, পশ্চিম আঙ্গারিয়াসহ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। পুকুর, ডোবা ও মাছের ঘের তলিয়ে লক্ষ লক্ষ টাকার মাছ ভেসে গেছে।
বৃষ্টির পানিতে মাঠ-ঘাট ফসলি জমি তলিয়ে থাকায় বিস্তীর্ণ এলাকার কয়েকশ’ হেক্টর জমির ফসলি জমির চাষাবাদ বন্ধ এবং আমন বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। দিনভর টানা বৃষ্টি আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জনজীবনে বিপর্যস্ত হয়ে পড়েছে।
ইএইচ