Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

দেলদুয়ারে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি

আগস্ট ২, ২০২৪, ০৫:১৫ পিএম


দেলদুয়ারে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

টাঙ্গাইলের দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা আড়াইটায় উপজেলার ডুবাইল ইউনিয়নের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া বাজারস্থ ডুবাইল-সেহড়াতৈল রোড়ে, পুলিশ, সেনাবাহিনীর উপস্থিতিতে সংক্ষিপ্ত আকারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, বিভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের আয়োজনে এ বিক্ষোভ মিছিলের প্রস্তুতি সময়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোস্তফা আব্দুল্লাহ্ আল-নূর ও দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ প্রদ্যুৎ সরকারের সাথে আলোচনা করে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না করার শর্তে বিক্ষোভরত শিক্ষার্থীরা মহাসড়কের বাইরে এই সংক্ষিপ্ত ভিক্ষক মিছিলটি করে।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্থানীয় হৃদয় নয়টি দাবি উল্লেখ করে বিক্ষোভ মিছিল শেষ করে।
ইএইচ

Link copied!