Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫,

কাপ্তাইয়ে ঘর থেকে লাশ উদ্ধার

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

আগস্ট ২, ২০২৪, ০৫:২৩ পিএম


কাপ্তাইয়ে ঘর থেকে লাশ উদ্ধার

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের খান সাহেবের মাজার সংলগ্ন টিনশেডের একটি ঘর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বেলা ১২টায় কাপ্তাই থানার পুলিশ সদস্যরা মরদেহটি উদ্ধার করে।

মৃত ব্যক্তির নাম শহিদুল ইসলাম (৪০)। তার বাড়ি নোয়াখালী হলেও গত ২বছর যাবত উক্ত স্থানে বসবাস করছে এবং বোতল কুড়িয়ে ও ভিক্ষা করে জীবিকা নির্বাহ করত বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, ওই ব্যক্তি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং ওই ঘরে একায় থাকতেন। এছাড়া মাজারের দেখাশোনা করার সুবাদে বিনা ভাড়ায় মাজারের পাশে মাজারের মালিকানাধীন একটি টিনশেড রুমে সে থাকতো। এখানে তার পরিবারের কেউ নেই, তবে তার বাড়ি নোয়াখালী বলে সে বলেছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই থানার ওসি আবুল কালাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতের লাশ উদ্ধার করি। ওই ঘরে লোকটি একা থাকতো এবং পরিবারের কেউ নেই। এছাড়া শরীরে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। ভবিষ্যতে যদি ওই ব্যক্তির পরিবার এসে তথ্য জানতে চায়, তাই লাশটি আমরা ময়নাতদন্তের জন্য রাঙামাটি প্রেরণ করেছি।

ইএইচ

Link copied!