Amar Sangbad
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪,

পুলিশের সহযোগিতায় মানসিক ভারসাম্যহীন যুবক ফিরিয়ে পেল পরিবার

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

আগস্ট ২, ২০২৪, ০৫:৫২ পিএম


পুলিশের সহযোগিতায় মানসিক ভারসাম্যহীন যুবক ফিরিয়ে পেল পরিবার

কুড়িগ্রামে পুলিশের সহযোগিতায় মানসিক ভারসাম্যহীন যুবককে ফিরি পেয়েছে তার পরিবার।

পুলিশ জানায়, কুড়িগ্রাম জেলার সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়ন এলাকায় গত ৩০ জুলাই এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসী তাকে চোর সন্দেহে মারপিট করে।

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে কুড়িগ্রাম থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে যুবককে উদ্ধার করে ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে।

পরবর্তীতে কুড়িগ্রাম থানার পুলিশ পরিদর্শক তদন্ত যুবকের সাথে কথা বলে বুঝতে পারে সে মানসিক ভারসাম্যহীন এবং সে তার নাম ওমর ফারুক বলে জানায় কিন্তু তার ঠিকানা সঠিকভাবে বলতে পারে না।

পরবর্তীতে আশেপাশের জেলার বিভিন্ন থানায় খোঁজ করতে থাকে পুলিশ এবং একপর্যায়ে কুড়িগ্রাম থানা পুলিশ তার ঠিকানা নিশ্চিত করে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানা এলাকায় মানসিক ভারসাম্যহীন যুবকের পিতা বাছেদ আলীকে সংবাদ দিয়ে গত ৩১ জুলাই কুড়িগ্রাম থানা নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্সের মাধ্যমে তার পরিবারের নিকট ফিরিয়ে দেয় কুড়িগ্রাম থানা পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো. রুহুল আমীন বলেন, আমরা ইতঃপূর্বেও বিভিন্ন ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন সম্মানিত নাগরিকদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছি। কুড়িগ্রাম জেলার সম্মানিত নাগরিকদের নিরাপত্তায় কুড়িগ্রাম জেলা পুলিশ বদ্ধ পরিকর।

ইএইচ

Link copied!