Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বৃষ্টিতেও সড়ক অবরোধ করে ফেনীর শিক্ষার্থীদের গণমিছিল

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

আগস্ট ২, ২০২৪, ০৭:০৭ পিএম


বৃষ্টিতেও সড়ক অবরোধ করে ফেনীর শিক্ষার্থীদের গণমিছিল

বৃষ্টিতেও সড়ক অবরোধ করে গণমিছিল করেছে বৈষম্যবিরোধী ফেনীর ছাত্র আন্দোলনকারীরা।

শুক্রবার বাদ জুমা শহরের জহিরিয়া মসজিদের সামনে থেকে মিছিলটি বের করা হয়। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থীকে কাফনের কাপড় পরিধান করে গণমিছিলে অংশ নিতে দেখা গেছে।

‍‍`প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল’ কর্মসূচির অংশ হিসেবে মিছিলটি নিয়ে শহরের ইসলামপুর রোড হয়ে ট্রাংক রোডস্থ খেজুর চত্বর দখলে নিয়ে  পুলিশকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন আন্দোলনকরী শিক্ষার্থীরা।

পরে সেখানে সড়ক অবরোধ করে প্রায় ৩০ মিনিট অবস্থান নিয়ে দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে মোনাজাত করেন তারা।

তবে, এ কর্মসূচিকে কেন্দ্রকরে প্রধান প্রধান রোডে পুলিশ সতর্ক অবস্থান গ্রহণ করলেও মিছিলে বাধা কিংবা বল প্রয়োগ না করায় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষে স্থান ত্যাগ করে শিক্ষার্থীরা।

ইএইচ

Link copied!