যশোর প্রতিনিধি
আগস্ট ২, ২০২৪, ০৭:৩৪ পিএম
যশোর প্রতিনিধি
আগস্ট ২, ২০২৪, ০৭:৩৪ পিএম
প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে স্লোগানে স্লোগানে যশোরের রাজপথ প্রকম্পিত করলো ছাত্র-জনতা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরে শান্তিপূর্ণভাবে সফল হয়েছে গণমিছিল।
কর্মসূচিকে ঘিরে শুক্রবার বেলা তিনটা থেকে শহরের পালবাড়ি অবস্থিত মুক্তিযুদ্ধ ভাস্কর্য মোড়ে জড়ো হতে থাকে বিভিন্ন কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে তারা প্রথমে কোটা সংস্কার আন্দোলনে সারাদেশে নিহত শহীদ ছাত্রদের রুহের মাগফেরাত কামনা করে সম্মিলিত দোয়া ও মোনাজাত করেন। এছাড়া হিন্দু ধর্মের শিক্ষার্থীরা তাদের ধর্মীয় রীতি অনুযায়ী প্রার্থনা করেন।
এ সময় আশপাশের প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক, সাধারণ জনতা, যশোরের বেশ কিছু আইনজীবী, সাংবাদিক, অভিভাবক ও অন্যান্য পেশার মানুষ তাদের সাথে স্বতঃস্ফূর্ত সংহতি প্রকাশ করেন। কিছুক্ষণ পর তারা জড়ো হয়ে গণমিছিল শুরু করে। মিছিলে তাদের হাতে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন শোভা পাচ্ছিল।
ইএইচ