Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বাকেরগঞ্জে জাতীয় শোক দিবস পালনে বিশেষ প্রস্তুতি সভা

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

আগস্ট ২, ২০২৪, ০৮:৪৫ পিএম


বাকেরগঞ্জে জাতীয় শোক দিবস পালনে বিশেষ প্রস্তুতি সভা

বরিশালের বাকেরগঞ্জে জাতীয় শোক দিবস পালন করতে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাকেরগঞ্জ ডাকবাংলো হলরুমে সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনিরুজ্জামান ডাকুয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আলহাজ্ব আবদুল হফিজ মল্লিক।

প্রধান বক্তা ছিলেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা।

সভায় বক্তব্য দেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য ডক্টর মোয়াজ্জেম হোসেন মাতুব্বর আমিনুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন মাঝি, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শংকর কুন্ডু, যুগ্ম-সাধারণ সম্পাদক নিয়ামত আবদুল্লাহ পলাশ, উপজেলা ভাইস-চেয়ারম্যান আবদুস সালাম মল্লিক, মহিলা ভাইস-চেয়ারম্যান জাহানারা মাহবুব, পৌর আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান জোমাদ্দার, রঙ্গশ্রী ইউপি চেয়ারম্যান বসির উদ্দিন সিকদার, পাদ্রীশিবপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল হাসান বাবু, ভরপাশা ইউপি চেয়ারম্যান মো. আশ্রাফুজ্জামান খোকন, উপজেলা যুবলীগ নেতা ইমাম হোসেন সিকদার প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাদল সিকদার,দপ্তর সম্পাদক আবুল হোসেন খলিফা, শ্রম বিষয়ক সম্পাদক মো. তোফাজ্জল হোসেন খান, দাঁড়িয়াল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম হাওলাদার, দুধল ইউপি চেয়ারম্যান গোলাম মোর্শেদ উজ্জ্বল, ফরিদপুর ইউপি চেয়ারম্যান এস এম শফিকুর রহমান, চরামদ্দি ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন খোকন, দুর্গাপাশা ইউপি চেয়ারম্যান হানিফ মোল্লা, উপজেলা ছাত্রলীগ নেতা মো. সায়েম মাঝি, মো. স্বাধীন মোল্লা, শাহাদ মুন্না।

এছাড়াও প্রস্তুতি সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য আবদুল হাফিজ মল্লিক বলেন, শোকের মাস আগস্ট মাস। এই আগস্ট মাসে বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সকল ভেদাভেদ ভুলে গিয়ে আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস সম্মিলিতভাবে পালন করার জন্য আহ্বান জানান।

ইএইচ

Link copied!