Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

খুলনায় পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ: কেএমপি কমিশনারের দেহরক্ষী নিহত

খুলনা ব্যুরো

খুলনা ব্যুরো

আগস্ট ২, ২০২৪, ১১:৫০ পিএম


খুলনায় পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ: কেএমপি কমিশনারের দেহরক্ষী নিহত

শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে খুলনায় সুমন কুমার ঘরামি (৩৩) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনারের দেহরক্ষী ছিলেন।

শুক্রবার বিকালে কেএমপির বল্লামারী এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে তিনি আহত হয়ে মারা যান।

গল্লামারী ছাড়াও খুলনার জিরো পয়েন্ট ও খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়।

খুলনা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) আহসান হাবিব জানান, সংঘর্ষে ২৫-৩০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদেরকে পুলিশ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে সংঘর্ষের ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। 

ইএইচ

Link copied!