বরিশাল ব্যুরো
আগস্ট ৩, ২০২৪, ০৪:৩৮ পিএম
বরিশাল ব্যুরো
আগস্ট ৩, ২০২৪, ০৪:৩৮ পিএম
মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে বরিশালে গত তিনদিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আর এতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে নগরীর অনেক রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। ফলে সাধারণ মানুষ পড়েছে চরম ভোগান্তিতে।
শনিবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৫.৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বরিশালে।
এছাড়াও শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ৭৯.১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে সৃষ্ট জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
বরিশাল নগরের বাসিন্দা কবির হোসেন জানান, ভ্যান নিয়ে তিনি নগরের বিভিন্ন দোকানে পণ্য দিয়ে থাকেন। তবে টানা বৃষ্টির কারণে গত বৃহস্পতিবার থেকে ভোগান্তিতে পড়েছে, আজ শনিবারও তেমন ভোগান্তি হচ্ছে। তবে আজ বৃষ্টির সঙ্গে সড়ক পানিতে তলিয়ে থাকায় ভোগান্তি বেড়েছে কয়েকগুণ।
নগরের বটতলা ও বগুরা রোডসহ বেশ কিছু সড়ক পানিতে তলিয়ে গেছে। বৃষ্টি আরও হলে সড়কের পানির মাত্রা আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে বরিশাল আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ১৫.৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বরিশালে। আগামী ২-৩ দিন টানা এমন বৃষ্টি হতে পারে।
ইএইচ