কিশোরগঞ্জ প্রতিনিধি
আগস্ট ৩, ২০২৪, ০৫:২৩ পিএম
কিশোরগঞ্জ প্রতিনিধি
আগস্ট ৩, ২০২৪, ০৫:২৩ পিএম
চলমান কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি, হত্যার বিচারসহ নয় দফা দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
শনিবার দুপুর ১২টায় গুরুদয়াল সরকারি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে কালীবাড়ী মোড়, কাচারিবাজার, বটতলা, হারুয়া, আখড়া বাজার, রথখলা হয়ে পুরান থানায় গিয়ে শেষ হয়।এরপর বিক্ষোভ মিছিলটি পুরানথানা এলাকায় সড়ক অবরোধ করে কিছুক্ষণ অবস্থান করে।
এ সময় এ কর্মসূচিকে ঘিরে জেলা শহরে সতর্ক অবস্থানে ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এ সময় আন্দোলনকারীরা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ মিছিল কর্মসূচির অংশ হিসেবে তাদের এই অবস্থান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জের সমন্বয়ক ইকরাম হোসেন বলেন, ‘ছাত্র-জনতার ৯ দফা দাবি বাস্তবায়ন না হলে ছাত্ররা রাজপথ ছেড়ে যাবে না। ছাত্রসমাজ রাজপথে আছে, রাজপথে থাকবে। আমাদের ভাইদের রক্তের প্রতিটি কণার দাম রাজপথ থেকে নেব।’
তিনি আরও বলেন, ‘আমাদের অনেক ভাইকে নির্বিচারে হত্যা করা হয়েছে।এসব হত্যাকাণ্ডের বিচার চাই। এ গণমিছিল থেকে আমরা দাবি জানাচ্ছি, যাদের অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে, তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।’
কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘মিছিলকারীরা মিছিল শেষ করে চলে গেছে।বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
ইএইচ