Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

পাবনায় বৃষ্টিতে ভিজেই শিক্ষার্থীদের কর্মসূচি পালন

সফিক ইসলাম, পাবনা

সফিক ইসলাম, পাবনা

আগস্ট ৩, ২০২৪, ০৭:৫৭ পিএম


পাবনায় বৃষ্টিতে ভিজেই শিক্ষার্থীদের কর্মসূচি পালন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি হিসেবে পাবনায় শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পাবনা সরকারি এডওয়ার্ড থেকে বৃষ্টিতে ভিজে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের আব্দুল হামিদ রোডে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

এ সময় তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত সব শিক্ষার্থী হত্যা ও নিপীড়নের বিচার দাবি করে স্লোগান দেন। পরে বিভিন্ন শিল্পী দেশাত্মবোধক গান গেয়ে শিক্ষার্থীসহ উপস্থিত সবাইকে অনুপ্রাণিত করেন।

বিক্ষোভ মিছিলে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী অংশ নেন।

বিক্ষোভ মিছিলের শুরুতেই পুলিশ, বিজিবিসহ বিভিন্ন ধরনের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান গ্রহণ করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরে প্রবেশ করেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, পুলিশের আশ্বাসে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করে চলে গেছে।

ইএইচ

Link copied!