Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

চট্টগ্রামে আন্দোলনকারীদের ঢেউ, অন্যদিকে আ.লীগের অবস্থান

মামুনুর রশিদ, চট্টগ্রাম

মামুনুর রশিদ, চট্টগ্রাম

আগস্ট ৩, ২০২৪, ০৮:১৪ পিএম


চট্টগ্রামে আন্দোলনকারীদের ঢেউ, অন্যদিকে আ.লীগের অবস্থান

চট্টগ্রাম নগরসহ দক্ষিণ চট্টগ্রামের লোহাগড়াসহ বিভিন্ন মফস্বল শহরে আন্দোলনকারীর ঢেউ উঠেছে। তারা বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে পৃথক পৃথ স্থানে প্রদক্ষিণ করেন।

নগরের নিউমার্কেট মোড় কোতোয়ালি, রিয়াজউদ্দিন বাজার, স্টেশন রোড, জুবিলি রোড এবং সিটি কলেজ অভিমুখী সড়কে আন্দোলনকারী অবস্থান করেন। এতে নিউমার্কেট অভিমুখী ব্যস্ত চার সড়কেই যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সৃষ্টি হচ্ছে যানজট।

এদিকে আন্দোলনকারীরা নিউমার্কেট মোড়ে অবস্থান করলেও সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ করা যায়নি। পুলিশ বলছে, সতর্ক অবস্থানে রয়েছে তারা। পরিস্থিতি বুঝেই নেবে ব্যবস্থা।

শনিবার দুপুর আড়াইটা থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা নিউমার্কেট মোড়ে জড়ো হতে শুরু করেন।

এদিকে নগরের দেওয়ান হাট লালখান বাজার মোড়, বহদ্দারহাট, দুই নম্বর গেট, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল গেট, আন্দরকিল্লাসহ বিভিন্ন মোড়ে শান্তি সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগ। সমাবেশে জামায়াত-শিবির নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বক্তারা দেশজুড়ে চলা নৈরাজ্যের প্রতিবাদ জানান।

সমাবেশ থেকে দেশবিরোধী নানা অপতৎপরতায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানানো হয়।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে ব্যবস্থা।’

এর আগে, সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা, গুলিতে হত্যার প্রতিবাদ ও ৯ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়।

রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ঘোষণা রয়েছে আন্দোলনকারীদের।

ইএইচ

Link copied!