Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

কুমারখালীতে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ৫

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

আগস্ট ৪, ২০২৪, ০৩:৫৪ পিএম


কুমারখালীতে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ৫

কুষ্টিয়ার কুমারখালীতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

রোববার সকাল থেকে এ ঘটনা ঘটে। এই ঘটনায় আওয়ামী লীগের ২ জনসহ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

জানা যায়, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল থেকে পুলিশের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা কুমারখালী রেল স্টেশনে অবস্থান নেয়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাসস্ট্যান্ডে অবস্থান নিলে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে। ধাওয়া পাল্টা ধাওয়ায় রাহাত, নাইস ও ইয়াসিন নামের তিনজন শিক্ষার্থী ও উপজেলা কৃষকলীগের সাবেক প্রচার সম্পাদক আবু বকর এবং আওয়ামী লীগ কর্মী জিকু নামের ব্যক্তি আহত হন।

রাহাত নামের শিক্ষার্থী গুরুতর আহত হওয়ায় কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

পরবর্তীতে দুর্গাপুর স্কুলের সামনে ও উপজেলা রোডে শিক্ষার্থীদের সাথে বিশৃঙ্খল ঘটনার সৃষ্টি হয়।

ইএইচ

Link copied!