লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
আগস্ট ৪, ২০২৪, ০৪:২৮ পিএম
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
আগস্ট ৪, ২০২৪, ০৪:২৮ পিএম
মুন্সীগঞ্জের লৌহজংয়ে প্রায় ব্যাংকে তারল্য সংকটের ফলে গ্রাহকের টাকা দিতে পারছে না। চলমান পরিস্থিতিতে টাকা সরবরাহ করতে পারছে না ব্যাংকগুলো। তাছাড়াও ব্যাংকে গ্রাহকদের টাকাও জমা কম পড়ছে। তাই যারা টাকা উত্তোলন করতে চাচ্ছে তারা টাকা উত্তোলন করতে পারছে না।
লৌহজংয়ের সরকারি ব্যাংকগুলো যেমন সোনালী, রুপালী, কৃষি ও বেসরকারি ব্যাংক যেমন ইসলামি, ন্যাশনাল ইত্যাদি ব্যাংকে গ্রাহকদের পর্যাপ্ত টাকা দিতে পারছে না। গ্রাহকেরা টাকা উত্তোলন করতে এসে ফিরে যাচ্ছে। এছাড়াও সরকারি স্বায়ত্তশাসিত সোনালী ব্যাংক বেলা ১১টার সময় তালাবদ্ধ করে গেট লাগিয়ে রাখে।
লৌহজংয়ের হলদিয়া বাজারে দুপুর ১টার দিকে সোনালী ব্যাংকে সরেজমিনে গিয়ে দেখা যায়— ব্যাংক তালাবদ্ধ। ব্যাংকের ব্যবস্থাপককে কল করা হলে তিনি গেট খুলতে অস্বীকৃতি জানান ও বলেন ব্যাংকে টাকা নেই৷ পুলিশ এসকোর্ট না থাকায় প্রধান শাখা হতে টাকা আনা সম্ভব হয়নি। তাই গ্রাহকদের টাকা দেয়া যাচ্ছে না।
টাকা উত্তোলন করতে আসা মাদরাসা মুহতামিম হেলাল উদ্দিন বলেন, আমি অল্প কিছু টাকা উঠাতে আসছিলাম, কিন্তু ব্যাংক দিতে পারলো না। ব্যাংকে নাকি টাকা নাই।
আরেকজন অভিযোগ করে আমার সংবাদকে বলেন, আমি গত বৃহস্পতিবার আসছি ব্যাংক টাকা দিতে পারেনাই। আজকেও নাকি ব্যাংকে টাকা নাই।
এছাড়াও লৌহজংয়ের প্রায় ব্যাংকগুলো টাকা দিতে পারছে না। গ্রাহকেরা টাকা উত্তোলন করতে এসে ফিরে যাচ্ছে। আবার কেউ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছে যদি টাকা উঠানো যায়।
ইএইচ