দোহার (ঢাকা) প্রতিনিধি
আগস্ট ৪, ২০২৪, ০৬:২৫ পিএম
দোহার (ঢাকা) প্রতিনিধি
আগস্ট ৪, ২০২৪, ০৬:২৫ পিএম
কোটা আন্দোলনকারীদের একদফা দাবিতে ঢাকার দোহার উপজেলার করম আলীর মোড় এবং কার্তিকপুর থেকে বাঁশতলা এলাকায় রোববার বেলা সাড়ে ১১টার সময় একটি মিছিল বের করে।
এ সময় ছাত্রলীগ ও পুলিশ তাদের বাধা দেয় বলে অভিযোগ পাওয়া যায়। পরে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। ১ ঘণ্টা পরে আবার বিএনপি, জামায়াত শিবির ও শিক্ষার্থীরা মিছিল বের করে।
এ সময় বাঁধার মুখে ৪ শিক্ষার্থী ও ৩ পথচারীসহ ৭ জন আহত হয়েছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাঁশতলা এলাকায় ৬টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় সাংবাদিকদেরও ২টি মোটরসাইকেল পুড়িয়ে দেয়।
করিমগঞ্জ এলাকায় পুলিশের গাড়ি লক্ষ্য করে তারা ইট পাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশের গাড়ির গ্লাস ভেঙে যায় বলে দোহার থানার ওসি তদন্ত আজহারুল ইসলাম জানান।
দোহার থানার ওসি হারুন অর রশিদ বলেন, পরিস্থিতি এখন শান্ত আছে। জনগণের জানমাল ও শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ কাজ করে যাচ্ছে। তবে নাশকতা ও শান্তি শৃঙ্খলার অবনতি করার চেষ্টা করলে পুলিশ অবশ্যই ব্যবস্থা নেবে।
ইএইচ