Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

লক্ষ্মীপুরে সংঘর্ষে নিহত ৮

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর প্রতিনিধি

আগস্ট ৪, ২০২৪, ১১:৩২ পিএম


লক্ষ্মীপুরে সংঘর্ষে নিহত ৮

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের সমর্থনে রাস্তায় অবস্থান নেওয়া বিক্ষুব্ধ জনতার সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ সময় লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান টিপুর বাসা থেকে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। এতে আটজন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক।

রোববার দুপুরে লক্ষ্মীপুরে পৌরসভার তমিজ মার্কেটের পাশে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম সালাহউদ্দিন টিপুর বাসার সামনে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওসমান গনি (২৩), মো. কাওসার (২৬) ও আফনান (২২) সহ তিনজনের পরিচয় জানা গেছে। বাকিদের নাম পরিচয় জানা যায়নি।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরূপ পাল বলেন, ‍‍`বিকালে গুলিবিদ্ধ হয়ে মৃত অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্তদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঢাকায় নেওয়ার পথে তাদের একজন মারা যান।‍‍`

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা বলেন, ‍‍`অসহযোগ আন্দোলনকারীদের সঙ্গে উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম সালাহউদ্দিন টিপুর বাসার সামনে দলীয় নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে আটজন নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। তবে এসব ঘটনায় কাউকে আটক করা হয়নি।‍‍`

ইএইচ

Link copied!