Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

সিলেট নগরজুড়ে উচ্ছ্বসিত লাখো জনতার মিষ্টি বিতরণ

সিলেট ব্যুরো

সিলেট ব্যুরো

আগস্ট ৫, ২০২৪, ০৮:১৪ পিএম


সিলেট নগরজুড়ে উচ্ছ্বসিত লাখো জনতার মিষ্টি বিতরণ

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে সিলেটে রাজপথে নামেন উচ্ছ্বসিত জনতা। ভারী বর্ষণেও জনতা সেনাবাহিনীর সামনে রাস্তায় নেমে আসে। তারা শেখ হাসিনা, আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়েছেন। এছাড়া নগরের মিরের ময়দান এলাকায় এক নারীকে মিছিলকারীদের মিষ্টি বিতরণ করতে দেখা যায়।

সোমবার বিকেল ৩টার দিকে বিভিন্ন গণমাধ্যমে খবর আসে শেখ হাসিন পদত্যাগের। সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান জাতির উদ্দেশে ভাষণের আগে সিলেট নগরের বিভিন্ন স্থানে সড়কে নেমে আসেন বিভিন্ন বয়সী মানুষ।

সিলেট নগরের মিষ্টির দোকানগুলোতে সংকট দেখা দিয়েছে। দোকানিরা জানিয়েছেন, একেতো অসহযোগ আন্দোলনের কারণে দোকান বন্ধ ছিল। যে কারণে মিষ্টি তৈরি করা হয়েছে সীমিত। এ অবস্থায় সিলেটের বিভিন্ন দোকানে গিয়েও মিষ্টি না পেয়ে খালি হাতে ফিরছেন আন্দোলনকারীরা।

সরেজমিন নগর ঘুরে দেখা গেছে, সোমবার সকাল থেকে নগরের বিভিন্ন মোড়ে মোড়ে শান্তভাবে সেনাবাহিনীর টহল দিতে দেখা গেছে। পুলিশের উপস্থিতি থাকলেও ছিল নিষ্প্রভ। এমন অবস্থায় দুপুর ২টার দিকে নগরের চৌহাট্টা, জিন্দাবাজার, নয়াসড়ক, মীরাবাজার, আম্বরখানা পয়েন্টসহ সারা নগরজুড়ে জনতার ঢল নেমেছে।

সিলেটে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) কার্যালয়সহ কিছু সরকারি স্থাপনায় হামলা ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, ডিসি ও এসপি কার্যালয় ছাড়াও লামা বাজারে পুলিশ ফাঁড়িতে এবং কাউন্সিলর রেজওয়ান আহমেদ ও লায়েক আহমেদের বাসাতে হামলা হয়েছে বলে জানা গেছে।

আরএস

Link copied!