Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কিশোরগঞ্জে মন্দির পরিদর্শন করলেন জামায়াত নেতারা

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

আগস্ট ৬, ২০২৪, ০৬:২৩ পিএম


কিশোরগঞ্জে মন্দির পরিদর্শন করলেন জামায়াত নেতারা

দেশের বর্তমান পরিস্থিতিতে কিশোরগঞ্জে মন্দির পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর নেতারা। এসময় তারা মন্দিরের পুরোহিতদের আশ্বস্ত করেন তাদের ওপর কেউ হামলা করতে পারবে না। জামায়াতে ইসলামী তাদের পাশে রয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের সব মন্দিরগুলো পরিদর্শন করেন দলটির নেতারা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর সারাদেশে মন্দির বা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হতে পারে এমন আশঙ্কায়, তাদের পাশে দাঁড়ান জামায়াতে ইসলামীর নেতারা।

এর আগে সোমবার রাতে জেলার বিভিন্ন মন্দিরে পাহারা দেন জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রমজান আলী বলেন, আমাদের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশে দাঁড়ানোর জন্য। তাদের মনে সাহস দেওয়ার জন্য বলেছি। হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশে জামায়াতে ইসলামী রয়েছে। আমরা মনে করি সংখ্যালঘু বলে দেশে কিছু নেই। সবাই দেশের নাগরিক। আজকে শহরের সব মন্দির পরিদর্শন করছি। তাদের এই আশ্বাস দিচ্ছি যে, হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশে আমরা রয়েছি। তারা এখানেই বসবাস করবেন, কোনো সমস্যা নেই।

এ সময় মন্দির পরিদর্শনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সাবেক জেলা অর্থ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, শহর জামায়াতের আমির আনোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি আবু নাঈম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক জেলা সভাপতি আনোয়ারুল হক, ছাত্রশিবির জেলা উত্তর শাখার সভাপতি শাহরিয়ার মাহমুদ শাকিল, সেক্রেটারি মোজাহিদ বিল্লাহ, অফিস সম্পাদক নেয়ামত উল্লাহ, অর্থ সম্পাদক ঈসা মিয়া প্রমুখ।

আরএস

 

Link copied!