Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

রামপালে তারেক রহমানের শান্তির বার্তা পৌঁছালেন ড. ফরিদ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

আগস্ট ৬, ২০২৪, ০৮:১৮ পিএম


রামপালে তারেক রহমানের শান্তির বার্তা পৌঁছালেন ড. ফরিদ

রামপালের ১০ টি ইউনিয়নে তারেক রহমানের শান্তির বার্তা পৌঁছে দিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ৯ টা থেকে দিনভর এ কর্মসূচি পরিচালনা করেন।

তিনি দেশের শান্তি ও স্থিতিশীল ফেরাতে নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দেন। দলের কোন নেতাকর্মী কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করলে দল তার দায় নেবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খৃষ্টান ধর্মসহ সকল ধর্মের মানুষ সহাবস্থানে থাকবে। কারো প্রতি কোনো গোষ্ঠী বা কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তা কঠোর হাতে দমন করা হবে। কোন অন্যায়কারী যতবড় নেতা হোক না কেন তাকে কোন ছাড় দেয়া হবে না। দেশের মানুষের স্বার্থে, দলের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ছাত্র জনতার আত্মত্যাগ সমুন্নত রাখতে হবে। কোনো অবস্থায় ষড়যন্ত্রকারীরা যেন পরিবেশ নষ্ট না করতে পারে সেদিকে সজাগ থাকতে হবে।

বিএনপি নেতা ফরিদুল ইসলাম মল্লিকেরবেড় ইউনিয়নের সন্ন্যাসী বাজার, বাশতলী ইউনিয়নে কালিগঞ্জ বাজার, গিলাতলা বাজার, বাইনতলা ইউনিয়নের শরাফপুর বাজার, চাকশ্রী বাজার, ক্রসের মোড়, পবনতলা, উজলকুড় ইউনিয়নের ফয়লাহাট মোড়, বামনডহর, গৌরম্ভা ইউনিয়নের গৌরম্ভা বাজার, রাজনগর ইউনিয়নের কালেখারবেড়, হুড়কা ইউনিয়নের জিরো পয়েন্ট, ঝলমলিয়া দিঘিরপাড় পথসভা করেন। তিনি তারেক রহমানের বার্তা পৌঁছে দেন। এ সময় তার সাথে উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারি, সদস্য সচিব কাজী জাহিদুল ইসলামসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরএস


 

Link copied!