Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

আলমডাঙ্গায় জামায়াতের আনন্দ মিছিল

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

আগস্ট ৬, ২০২৪, ০৯:০৩ পিএম


আলমডাঙ্গায় জামায়াতের আনন্দ মিছিল

চুয়াডাঙ্গা আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর উদ্যোগ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার বিকাল ৩ টাই অনুষ্ঠিত মিছিলে হাজার হাজার নেতা কর্মি অংশগ্রহণ করেন।

এ উপলক্ষে উপজেলা মঞ্চে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট রুহুল আমীন,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, সহ সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল,আলমডাঙ্গা উপজেলা আমীর দারুস সালাম,উপজেলা সেক্রেটারি মামুন রোজা, পৌর জামাত নেতা নূর মোহাম্মদ টিপু,জামাত নেতা শরিফুল পিন্টু সহ উপজেলা র বিভিন্ন ইউনিয়ন এর নেতৃবৃন্দ।

জনসভা শেষে আনন্দ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের আলতায়েবা মোড়ে সংক্ষিপ্ত সভা মাধ্যমে শেষ হয়।জনসভার উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার জামায়াত ও শিবির কর্মী অংশগ্রহণ করে।

আরএস

Link copied!