Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ভারতে পালানোর সময় অর্থসহ আটক রাসিক কর্মকর্তা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

আগস্ট ৬, ২০২৪, ১১:৫৩ পিএম


ভারতে পালানোর সময় অর্থসহ আটক রাসিক কর্মকর্তা

ভারতে পালিয়ে যাওয়ার সময় বিজিবির হাতে আটক হয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা। এ সময় তার কাছে থাকা নগদ ৩ লাখ ৩১ হাজার টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে তাকে আটক করেন বিজিবি সদস্যরা।

এদিন বিকালে এ তথ্য জানান ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

আটককৃত নিজামুল হোদা রাজশাহীর উপশহর হাউজিং এস্টেটের বাসিন্দা। তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।

ইএইচ

Link copied!