Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

শহর পরিচ্ছন্নতায় কাজ করছে লক্ষ্মীপুরের শিক্ষার্থীরা

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুর প্রতিনিধি :

আগস্ট ৭, ২০২৪, ০১:০৫ পিএম


শহর পরিচ্ছন্নতায় কাজ করছে লক্ষ্মীপুরের শিক্ষার্থীরা

৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থী-জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে লক্ষ্মীপুরে নেমে পড়ে জনগণ। এসময় জেলার বিভিন্নস্থানে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্দ জনতা। একপর্যায়ে শহরের অনেকগুলো পয়েন্টে ধ্বংসস্তুপে পরিণত হয়।

বুধবার (৭ আগস্ট) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীণ এন্ড ক্লিনে সেই ধ্বংসস্তূপ গুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। 

এসময় দেখা গেছে শিক্ষার্থীরা তাদের মুখে মাক্স পরে হাতে বস্তা, ঝাড়ু ও বেলচা নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন কাজে নেমে পড়ে।

এসময় স্বেচ্ছাসেবী সজীব হোসেন জানান, শহীদের রক্তে ভরপুর, পরিচ্ছন্ন থাকুক লক্ষ্মীপুর এ স্লোগানে আমরা আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে নেমেছি।

যদি কোথাও কেউ ধ্বংসস্তুপের চেষ্টা করে, তাদের বিরুদ্ধে শক্ত হাতে দমন করা হবে।

এদিকে শিক্ষার্থীরা মাইকিং করে জনসাধারণকে সচেতন থাকার জন্য আহ্বান করতে দেখা গেছে। কেউ যেনো অতিউৎসাহী হয়ে ভাংচুর, হামলা, লুটপাট না করে সেদিকে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করতে দেখা গেছে।

বিআরইউ

Link copied!