Amar Sangbad
ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪,

শহর পরিচ্ছন্নতায় রাস্তায় নেমেছেন মাগুরার শিক্ষার্থীরা

মাগুরা প্রতিনিধি:

মাগুরা প্রতিনিধি:

আগস্ট ৭, ২০২৪, ০৩:০৪ পিএম


শহর পরিচ্ছন্নতায় রাস্তায় নেমেছেন মাগুরার শিক্ষার্থীরা

শহরের চৌরঙ্গী মোড়, ভায়না মোড়, জেলা আদালত চত্বর, ঢাকা রোড, স্টেডিয়াম গেট, নতুন বাজার এলাকাসহ একাধিক এলাকায় অগ্নিসংযোগের স্থান গুলো পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করছে মাগুরার স্কুল-কলেজ শিক্ষার্থীরা।

একজন ছাত্র জ্ঞানচর্চার মাধ্যমে নিজেকে গড়ে তোলে আগামীর জন্য। দেশের নানা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয়ে জাতিকে দিকনির্দেশনা দেয়। জাতি গঠনের জন্য মানুষকে নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করা জরুরি, আর এই দায়িত্ব সঠিকভাবে পালন করা এবং সুন্দর, সুখী ও সমৃদ্ধশালী আদর্শ সমাজ বিনির্মাণ করতে পারবে কেবল ছাত্রসমাজই। এজন্যই একটি আদর্শ সমাজ গঠনে ছাত্রসমাজের গুরুত্ব অপরিসীম। ছাত্রসমাজ যে কোনো অধিকার আদায়ে সচেষ্ট। যার চিত্র আমরা দেখতে পাই ১৯৫২ সালে ভাষা আন্দোলন, ১৯৬৯ সালে গণ-অভ্যুত্থান, ১৯৬২ সালে শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালে ৬ দফা আন্দোলন, ১৯৭১ সালে স্বাধীনতার সংগ্রাম, ১৯৯০ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ২০১৮ সালে নিরাপদ সড়কের দাবিসহ সব গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রসমাজের সক্রিয় অংশগ্রহণে।

আজ দুপুর ১২ ঘটিকায় মাগুরা প্রেসক্লাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার ৮ সমন্বয়ক ও জেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতা কর্মি সাংবাদিকবৃন্দের সমন্বয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এ সময় সমন্বয়ক এবং জেলা বিএনপি‍‍` সহ সাংবাদিকরা বক্তৃতা প্রদান করেন। 

উপস্থিত ছিলেন, জেলা বিএনপির মনোয়ার হোসেন খান,সমন্বয়ক ওবাইদুল্লাহ, মোস্তাফিজুর, শফিকুল ইসলাম, হামিদ হোসান, ইকলাজ, ওয়াসিম হাসান অপূর্ব, বায়েজিত খান, দৃষ্টি, সাদিয়া সুলতানা, আল জিহাদ।

বিআরইউ
 

Link copied!