Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

দিনাজপুরে শহর পরিচ্ছন্ন ও যানজট নিরসনে কাজ করছে শিক্ষার্থীরা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

আগস্ট ৭, ২০২৪, ০৪:১৯ পিএম


দিনাজপুরে শহর পরিচ্ছন্ন ও যানজট নিরসনে কাজ করছে শিক্ষার্থীরা

বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা দিনাজপুর শহর পরিচ্ছন্ন করতে কাজ করছে এছাড়াও শহরের যানজট নিরসনে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন।

দিনাজপুর শহরের মডার্ন মোড় লিলির মোড় বাজার চৌরঙ্গীর মোড়সহ সারা শহরজুড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন তারা।

যানজট নিরসনে ট্রাফিকের দায়িত্ব পালন করায় শহর যানজটমুক্ত ছিল। এতে পথচারীরা নির্বিঘ্নে চলাচল করে।

এদিকে দিনাজপুর প্রেসক্লাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর জেলা শাখা এক সংবাদ সম্মেলনে বলেছেন, একটি মহল সংখ্যালঘুদের বাসায় মন্দিরে হামলা চালিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করা ষড়যন্ত্র করছে। এজন্য শিক্ষার্থীরা রাত জেগে মন্দির পাহারা দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে দিনাজপুরের সচেতন মহলকে এগিয়ে আসার আহ্বান জানান। কেউ যাতে সংখ্যালঘুদের বাসায় মন্দিরে হামলা চালাতে না পারে এজন্য সকলের সহযোগিতা কামনা করেন।

সমন্বয়করা তাদের আন্দোলনে আইনজীবী শিক্ষকসহ সকল মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সংবাদ সম্মেলনে জেলা সমন্বয় একরামুল হক আবির, আমরিন ফয়সাল, মাসুদ রানা, অনন্ত জামালসহ অনেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!