Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

কুড়িগ্রামে সড়কে শৃঙ্খলা ও ময়লা পরিষ্কারে নেমেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

আগস্ট ৭, ২০২৪, ০৬:০০ পিএম


কুড়িগ্রামে সড়কে শৃঙ্খলা ও ময়লা পরিষ্কারে নেমেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা

কুড়িগ্রামে আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান নিজেরাই নেমেছে।

শহরের শাপলা চত্বর, শহরের দাদা মোড়, ঘোষপাড়া, পৌরবাজার, কলেজমোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আনসারের পাশাপাশি যানজট নিরসনে ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা।

পাশাপাশি পৌরসভার পরিচ্ছন্নতার কাজ চলমান না থাকায় শিক্ষার্থীরা কোমর বেঁধে ঝাড়ু হাতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে।

বুধবার সকাল থেকে প্রচণ্ড গরমের মধ্যে তারা এই সহযোগিতাপূর্ণ কাজ চালিয়ে যাচ্ছে। তাদের সাথে যোগ দিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এরকম মানবিক কাজে সাধারণ মানুষ ভূয়সী প্রশংসাসহ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

দুর্গাপুরের অটোচালক খয়বর জানান, ‘বাচ্চাগুলা গরমের মধ্যে খুব কষ্ট করি ট্রাফিকের কাম করতেছে। দেখি খুব ভালো লাগছে।’

অটোযাত্রী নাজমা জানান, ‘আমাদের সন্তানদের জন্য গর্ব হচ্ছে। তারা রাষ্ট্র সংস্কারে ও শহর পরিচ্ছন্নতায় অনন্য অবদান রাখছে।’

সড়কে দায়িত্ব পালন করা ও পরিচ্ছন্নতা কাজে সম্পৃক্ত শিক্ষার্থী নাহিদ, মিলন, রিয়া, রুহি ও রাকিব জানায়, ‘আমরা পরিচ্ছন্নতার কাজ করছি। পাশাপাশি সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করছি। যারা হেলমেট না পরে মোটরসাইকেল চালাচ্ছেন তাদেরকে সচেতন করছি।’

ইএইচ

Link copied!