Amar Sangbad
ঢাকা শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪,

বরগুনায় ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা প্রতিরোধে ছাত্রদলের পাহারা

বরগুনা প্রতিনিধি

বরগুনা প্রতিনিধি

আগস্ট ৭, ২০২৪, ০৬:১৮ পিএম


বরগুনায় ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা প্রতিরোধে ছাত্রদলের পাহারা

বরগুনায় সব ধরনের বিশৃঙ্খলা প্রতিহত এবং বিভিন্ন ধর্মাবলম্বীদের মন্দির ও উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে রয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

জেলা ছাত্রদলের নেতা মো. গোলাম রাসেল খোকন, রাজিব রায়হান, ইমরান হোসেন নাদিম, আবু হানিফ, সুজন মৃধা, রিমন, ইলিয়াস, মো. রাব্বি, সালাউদ্দিন মিলন, আব্দুর রহিম হৃদয় প্রমুখ পাহারার কাজে নিয়োজিত আছেন।

নেতৃবৃন্দ বরগুনা পৌর শহরের বিভিন্ন মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানে দিনে ও রাতে ঘুরে ঘুরে পাহারা দিচ্ছেন।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা শহরের কালীবাড়ি মন্দির, রামকৃষ্ণ মিশন, আখড়াবাড়ি মন্দিরসহ বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করেন এবং ধর্মীয় নেতাদের সঙ্গে কথা বলেন।

বরগুনা জেলা ছাত্রদল নেতৃবৃন্দ জানান, ছাত্র-জনতার গণ-আন্দোলনে ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ফ্যাসিস্ট খুনি হাসিনার পতনের পর দেশের কিছু স্থানে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার সংবাদ পাওয়া যাচ্ছে। বিশৃঙ্খলা মোকাবিলায় ছাত্রদল সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে।

ইএইচ

Link copied!