Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

কিশোরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের পাশে তরুণ আইনজীবীরা

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

আগস্ট ৭, ২০২৪, ০৬:৩২ পিএম


কিশোরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের পাশে তরুণ আইনজীবীরা

কিশোরগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় হিন্দু সম্প্রদায়ের মানুষজনের সাথে মতবিনিময় ও সার্বিক খোঁজ খবর নিয়েছে আইনজীবীরা।

বুধবার দিনব্যাপী অ্যাডভোকেট আল আমিন ইসলাম অমির নেতৃত্বে কিশোরগঞ্জ জেলার তরুণ আইনজীবীরা পৌর সদরের ৭নং ওয়ার্ডের বিভিন্ন মন্দির পরিদর্শন করে নিরাপত্তা বিষয়ে খোঁজখবর নেন এবং সবরকম সহযোগিতা ও তাদের বিপদে-আপদে পাশে থাকার প্রতিশ্রুতি দেয়।

এ সময় আইনজীবী নেতৃবৃন্দ বলেন, হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য আইনজীবীরা অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করবে। আপনারা আমাদের ভাই। আমরা মিলেমিশে শান্তিতে বসবাস করে চাই। আপনাদের নিরাপত্তা দেওয়া আমাদের ইবাদতের অংশ৷

এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ তাদের সাধুবাদ জানিয়ে বলেন, ‍‍`আপনারা আমাদের অভয় দেওয়াতে মনোবল শক্তি বেড়ে গেলো। এর আগে কখনো এমন আশ্বাস ও সহায়তা পাইনি৷‍‍`

ইএইচ

Link copied!