Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বিশৃঙ্খল পরিস্থিতি রুখতে ফরিদগঞ্জে বিএনপির সংবাদ সম্মেলন

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

আগস্ট ৭, ২০২৪, ০৬:৫৪ পিএম


বিশৃঙ্খল পরিস্থিতি রুখতে ফরিদগঞ্জে বিএনপির সংবাদ সম্মেলন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশ মোতাবেক এবং ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের বর্তমানে গণঅভ্যুথ্যানের পরবর্তী সময়ে দেশব্যাপী বিশৃঙ্খল পরিস্থিতি রুখতে এবং বিএনপির নেতাকর্মীদের সজাগ রাখতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বিএনপি সংবাদ সম্মেলন করেছে।

বুধবার বিকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ পরিচালনায় বক্তব্য দেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম চৌধুরী, মজিবুর রহমান দুলাল, সাবেক মেয়র মঞ্জিল হোসেন, ডা. আবুল কালাম আজাদ, আবু সালেহ খসরু মোল্লা, আব্দুল খালেক পাটোয়ারী, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, জামাল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আরিফ পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জু, পৌর ছাত্রদলের সভাপতি আল আমিন মোল্লা।  

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনসহ ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!