চট্টগ্রাম ব্যুরো
আগস্ট ৭, ২০২৪, ০৮:০১ পিএম
চট্টগ্রাম ব্যুরো
আগস্ট ৭, ২০২৪, ০৮:০১ পিএম
চট্টগ্রামে সিএমপি পুলিশ সদস্যরা বিক্ষোভ ও কর্মবিরতি করেছেন। বুধবার বিকালে প্রায় শতাধিকের বেশি পুলিশ সদস্য সাদাপোশাকে অধস্তন পুলিশ সংস্কার প্ল্যাটফর্মের ব্যানারে তারা বিক্ষোভ করছিলেন।
বিক্ষুব্ধ পুলিশ সদস্যরা এ সময় পুলিশ সদস্যদের নির্মমভাবে হত্যা, থানায় হামলাসহ বিভিন্ন বিষয় তুলে ধরে হামলাকারীদের বিচারের দাবি করেন। এখানে বক্তব্য রাখেন সিএমপির অতিরিক্ত কমিশনার আ স ম মাহতাব মিঞা।
তিনি বলেন, এখানে পুলিশ সদস্যরা যেসব দাবি জানিয়েছেন তার প্রত্যেকটি যৌক্তিক। আলাদা পুলিশ কমিশনের দাবি ছিল দীর্ঘদিনের। আমরা রাজনৈতিক প্রভাবের বাইরে গিয়ে কাজ করতে চাই। পুলিশ মরতে চায় দেশের জন্য বিজয়ীর বেশে। আমরা সরকারি দায়িত্ব পালন করতে গিয়েই হত্যার শিকার হয়েছি।
এ সময় প্রশ্ন করা হয় এই মুহূর্তে পুলিশের চেইন অব কমান্ড আছে কি না? মাহতাব মিঞা বলেন, কোনো চেইন অব কমান্ড নাই। যদি চেইন অব কমান্ড থাকত তাহলে এত মৃত্যু আমাদের দেখত হতো না।
তিনি বলেন, নতুন যারা পুলিশের দায়িত্বে এসেছেন আমরা আশা করব আমাদের দাবিগুলো তারা শুনবেন। কোনো ধরনের রাজনৈতিক প্রভাবের বাইরে আমরা দেশের জন্য কাজ করতে চাই।
যারা মারা গেছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ এবং তাদের শহীদের মর্যাদা দেওয়ার দাবি জানাই আমরা। আহতদের উন্নত চিকিৎসার দাবি জানাই। এখনও যারা পুলিশ লাইন্সে আছেন তারা নিরাপত্তাহীনতায় আছেন। নিজেদের নিরাপত্তা তাদের নিজেদের দিতে হচ্ছে। আমরা চাই এই অবস্থার অবসান হোক।
ইএইচ