Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ইন্দুরকানীতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা সভা

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

আগস্ট ৭, ২০২৪, ০৮:১১ পিএম


ইন্দুরকানীতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা সভা

পিরোজপুরের ইন্দুরকানীতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সাথে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ইন্দুরকানী থানা মিলনায়তনে পিরোজপুর অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মরহুম আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর ছোট ছেলে সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ বিন সাঈদী।

বক্তব্য দেন- মরহুম আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর মেজো ছেলে শামীম বিন সাঈদী, ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার আবু বক্কর সিদ্দিকী, উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ আহমেদ, উপজেলা জামায়েত ইসলামীর আমীর মাওলানা আলী হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, প্রেসক্লাব সভাপতি এইচ এম ফারুক হোসাইন, সাবেক ছাত্রদল সভাপতি শাহিদুল ইসলাম শাহিদ, ইন্দুরকানী সদর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ করিম ঈমন।

স্বাগত বক্তব্য দেন- ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার।

সভায় বক্তারা বলেন- বর্তমান প্রেক্ষাপটে এলাকার শান্তি রক্ষার্থে স্থানীয় পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের সাথে সকল কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান। এছাড়া সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা প্রদান এবং সংখ্যালঘু পরিবারে উপর যে কোন দুষ্কৃতিকারীদের হামলা থেকে রক্ষা করার জন্য বিএনপি জামাতের সকল নেতাকর্মীকে নির্দেশনা প্রদান করে।

ইএইচ

Link copied!