Amar Sangbad
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫,

দুমকি উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

আগস্ট ৭, ২০২৪, ০৮:২১ পিএম


দুমকি উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুমকি উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সমমনা দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দুমকি উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বক্তব্য দেন- মো. জালাল আহমেদ খান আমির দুমকি উপজেলা জামায়েত ইসলাম, ইঞ্জিনিয়ার মো. কামাল হোসেন সমন্বয়ক আমার বাংলাদেশ (এবি) পার্টি, পটুয়াখালী জেলা শাখা।

অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ ভাইদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মাওলানা আবদুল মতিন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মৃধার সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সহ সভাপতি ফারুক হোসেন হাওলাদার, মো. জাহিদুল ইসলাম হওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব সালাহউদ্দিন রিপন, উপজেলা ছাত্রদলের সভাপতি চাকলাদার গোলাম সরোয়ার, সাধারণ সম্পাদক সুমন শরীফ সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২ শতাধিক নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!